ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রেকর্ড গড়লো ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির ট্রেলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
রেকর্ড গড়লো ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির ট্রেলার ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিতে ড্যান স্টিভেন্স ও এমা ওয়াটসন

‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির ট্রেলার অনলাইনে প্রকাশের প্রথম দিনে রেকর্ডসংখ্যকবার দেখা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির তথ্যানুযায়ী, দুই মিনিট ব্যাপ্তির প্রোমোটি ২৪ ঘণ্টায় সব ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা হয়েছে ১২ কোটি ৭৬ লাখ বার।

‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির ট্রেলার অনলাইনে প্রকাশের প্রথম দিনে রেকর্ডসংখ্যকবার দেখা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির তথ্যানুযায়ী, দুই মিনিট ব্যাপ্তির প্রোমোটি ২৪ ঘণ্টায় সব ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা হয়েছে ১২ কোটি ৭৬ লাখ বার।

দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, এর আগে গত সেপ্টেম্বরে ‘ফিফটি শেডস ডার্কার’ ছবির ট্রেলার প্রথম দিনে দেখা হয় ১১ কোটি ৪০ লাখ বার। দুই মাসের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে গেলো।

আগামী বছরের ১৭ মার্চ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে মুক্তি পাবে রূপকথার গল্প অবলম্বনে বিল কনডন পরিচালিত ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। এটি হলো ১৯৯১ সালে ডিজনি নির্মিত একই নামের অ্যানিমেটেড ছবির রিমেক।

নতুন ছবিটিতে সুন্দরী তরুণী বেলা চরিত্রে অভিনয় করেছেন ‘হ্যারি পটার’ তারকা এমা ওয়াটসন। দ্য বিস্ট হিসেবে আছেন ড্যান স্টিভেন্স। ট্রেলারে দেখা গেছে, দ্য বিস্টের সঙ্গে বেলার প্রথম সাক্ষাতের ঘটনা। এ ছাড়াও আছে বেলার বাবা (কেভিন ক্লাইন) ও দাম্ভিক গ্যাস্টন (লুক ইভান্স)।

* ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির ট্রেলার:

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।