ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুক্তির এক মাস আগে ‘মুখোশ মানুষ’ ছবির ট্রেলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
মুক্তির এক মাস আগে ‘মুখোশ মানুষ’ ছবির ট্রেলার ‘মুখোশ মানুষ’ ছবিতে নওশীন ও কল্যাণ কোরাইয়া

হিল্লোল-নওশীন দম্পতি ও কল্যাণ কোরাইয়ার ছবি ‘মুখোশ মানুষ’ মুক্তি পাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর। ঠিক একমাস আগে বুধবার (১৬ নভেম্বর) ইউটিউবে প্রকাশিত হলো এর ট্রেলার।

হিল্লোল-নওশীন দম্পতি ও কল্যাণ কোরাইয়ার ছবি ‘মুখোশ মানুষ’ মুক্তি পাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর। ঠিক একমাস আগে বুধবার (১৬ নভেম্বর) ইউটিউবে প্রকাশিত হলো এর ট্রেলার।

২ মিনিট ৪৭ সেকেন্ড ব্যাপ্তির এ ট্রেলারের বিষয়বস্তু সাইবার ক্রাইমকে না বলুন। এ ছবির মাধ্যমে যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চান চিত্রনাট্যকার ও পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল। তার মতে, এটি একটি ‘এন্টি সাইবার ক্রাইম’ প্রচারণা।

এরই মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘মুখোশ মানুষ’। এতে বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন বড়দা মিঠু, লামিয়া মিমো, প্রসূন আজাদ ও রাইজা রশিদ।

ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য পরিচালকের। আবহ সংগীত করেছেন প্রত্যয় খান। সংগীত পরিচালনায় পিন্টু ঘোষ ও আহমেদ হুমায়ূন। গানগুলো গেয়েছেন সুকন্যা মজুমদার, আঁচল ও আরিফ।

* ‘মুখোশ মানুষ’ ছবির ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।