ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তাহসানের ভিডিওতে ইমরান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
তাহসানের ভিডিওতে ইমরান তাহসান ও ইমরান

সংগীতশিল্পী ইমরান সাধারণত নিজের গানের ভিডিওতে মডেল হন। আবার তার গাওয়া এমন ভিডিও রয়েছে যেটাতে তিনি নেই। ইমরানের সুর-সংগীতে অন্যের গাওয়া ভিডিওতেও পাওয়া যায়নি তাকে। এবার ঘটছে ভিন্ন ঘটনা।

সংগীতশিল্পী ইমরান সাধারণত নিজের গানের ভিডিওতে মডেল হন। আবার তার গাওয়া এমন ভিডিও রয়েছে যেটাতে তিনি নেই।

ইমরানের সুর-সংগীতে অন্যের গাওয়া ভিডিওতেও পাওয়া যায়নি তাকে। এবার ঘটছে ভিন্ন ঘটনা।

আরেক জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ গানের ভিডিওতে তার সঙ্গে দেখা যাবে ইমরানকে। তিনি গিটার বাজানোর দৃশ্যে হাজির হবেন।

এ বছরের ভালোবাসা দিবসে বাজারে আসে তাহসান ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। এতে তিনটি করে গানে কণ্ঠ দেন এ দুই সংগীতশিল্পী। ‘কেউ না জানুক’ সেগুলোরই একটি। অ্যালবামের সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। তিনি বললেন, ‘তাহসান ভাইয়ের জন্য গানটি করার অনুভূতি ছিলো অন্যরকম। এবার তার সঙ্গে ভিডিওতে অংশ নিতে পেরে আরও ভালো লাগছে। ’

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমার অনেক পছন্দের একটি গান এটি। গানটির কথা-সুর চমৎকার। ভিডিওটিও দুর্দান্ত হয়েছে। ’

এ ভিডিওতে মূল মডেল হিসেবে আছেন সুজানা ও এবিএম সুমন। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। আগামী ১ ডিসেম্বর সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

ইউটিউবে ‘কেউ না জানুক’ গানটির অডিও লিংকের ভিউ পেরিয়ে গেছে ৩০ লাখ। ‘মন কারিগর’ অ্যালবামের সব গান লিখেছেন রবিউল ইসলাম জীবন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।