ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাঈমের সঙ্গে নাচলেন পপি (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
নাঈমের সঙ্গে নাচলেন পপি (ভিডিও) নাঈম ও পপি, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিত্রনায়ক নাঈমের সঙ্গে নেচেছেন তার পরের প্রজন্মের চিত্রনায়িকা পপি। এ দৃশ্য দেখা গেলো শনিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকার গুলশানের একটি মিলনায়তনে।

চিত্রনায়ক নাঈমের সঙ্গে নেচেছেন তার পরের প্রজন্মের চিত্রনায়িকা পপি। এ দৃশ্য দেখা গেলো শনিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকার গুলশানের একটি মিলনায়তনে।

এখানে নিজেদের প্রথম ছবি ‘চাঁদনী’ মুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন করতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেন নব্বই দশকের জুটি নাঈম ও শাবনাজ।

তবে নাঈম ও পপির নাচ পরিকল্পিত ছিলো না। মঞ্চে তখন নাঈম-শাবনাজ জুটির বিভিন্ন ছবির গান গাইছিলেন দিঠি আনোয়ার ও প্রতীক হাসান। ‘বড় মিষ্টি লাগে তুমি কাছে এলে’ গানটি পরিবেশনের সময় পপিকে নিয়ে মঞ্চের সামনে এসে নাচেন নাঈম। তার সঙ্গে হাসিমুখেই নেচেছেন পপি।

তখন শাবনাজ এবং অন্য অতিথিদেরও ডাকেন নাঈম। তারাও সামনে গিয়ে যোগ দেন নাঈম-পপির সঙ্গে। এর মধ্যে ছিলেন টিভি অভিনেত্রী দীপা খন্দকার, শারমিন শীলা, ফারজানা চুমকি, মৌসুমী নাগ, নওশীন, নিমা রহমান, কণ্ঠশিল্পী কনা।

এক ফাঁকে আফসানা মিমি সামনে এলে নাঈমের সঙ্গে তাকে নাচার জন্য এগিয়ে দেন শাবনাজ। তারা দু’জনই তখন হেসে কুটিকুটি! অতিথিদের আনন্দ দিয়েছে নাঈমের সঙ্গে নিমা রহমানের স্বতস্ফূর্ত নাচ।

একইভাবে অনুষ্ঠানের শেষ প্রান্তে মঞ্চের ওপর নাঈমের সঙ্গে নেচেছেন একসময়ের চিত্রনায়িকা অঞ্জনা। এ সময় অভিনেতা জাভেদ আর শাবনাজও যোগ দেন তাদের সঙ্গে।

‘চাঁদনী ২৫’ শিরোনামের এ আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন দেশের বিনোদন অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা। তারা নাঈম-শাবনাজ দম্পতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করেন। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করেন জমকালো অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

* নাঈম ও পপির নাচের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।