ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গোপালগঞ্জে মাদকবিরোধী কনসার্টে জেমস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
গোপালগঞ্জে মাদকবিরোধী কনসার্টে জেমস জেমস

মাদকবিরোধী কনসার্টে সংগীত পরিবেশন করতে গোপালগঞ্জ যাচ্ছেন নগরবাউল জেমস। আগামী ২৪ নভেম্বর শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে সুরের মূর্ছনা ছড়াবেন আন্তর্জাতিক এই রকতারকা। ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

মাদকবিরোধী কনসার্টে সংগীত পরিবেশন করতে গোপালগঞ্জ যাচ্ছেন নগরবাউল জেমস। আগামী ২৪ নভেম্বর শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে সুরের মূর্ছনা ছড়াবেন আন্তর্জাতিক এই রকতারকা।

ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

ওইদিন দুপুর ২টায় শুরু হবে কনসার্ট। এখানে আরও গাইবেন বরেণ্য সংগীতশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার, মিলা, ইমরান, রেশমি, ঝুমুর, সোহাগ, জুয়েলস, বাংলাদেশ পুলিশ থিম সংয়ের শিল্পী সার্জেন্ট দ্বীন ইসলাম।

এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে আসবেন ভারতীয় অভিনেত্রী শুভশ্রী, কলকাতার ‘কিরণমালা’ ও ‘রাশি’ সিরিয়ালের নাম ভূমিকায় রূপদানকারী দুই অভিনেত্রী।

গোপালগঞ্জসহ দেশব্যাপী মাদকবিরোধী কনসার্টের আয়োজন করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)। সার্বিক ব্যবস্থাপনায় জনকল্যাণ উন্নয়ন সংস্থা ‘কাদামাটি’।

অনুষ্ঠানটির প্রবেশপত্র পেতে হাজী রুস্তম আলী সুপার মার্কেটে এফ আই কালেকশন থেকে কিনতে হবে টি-শার্ট। যারা মাঠে থাকতে পারবেন না তাদের নিরাশ হওয়ার কারণ নেই। অনুষ্ঠানটি সরাসরি দেখাবে আরটিভি।

* গোপালগঞ্জে যাওয়ার খবর জানিয়ে জেমসের ভিডিও বার্তা দেখতে ক্লিক করুন:

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।