ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘পরিবর্তন’-এ বেলীর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
‘পরিবর্তন’-এ বেলীর গান বেলী আফরোজ ও আনজাম মাসুদ

বিটিভির নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর ষষ্ঠ পর্বে শাহ আবদুল করিমের কথা ও সুরে একটি গান গেয়েছেন এ সময়ের শিল্পী বেলী আফরোজ। এর সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।

বিটিভির নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর ষষ্ঠ পর্বে শাহ আবদুল করিমের কথা ও সুরে একটি গান গেয়েছেন এ সময়ের শিল্পী বেলী আফরোজ। এর সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।

সুজন আরিফের সুর-সংগীতে ও মাহমুদ মানজুরের কথায় একটি গান গেয়েছেন সানবিম ও কোনাল। মাদ্রাজী ঢঙের একটি গান গেয়েছেন শাহিনা হক। নৃত্যশিল্পী লিখন রায়ের পরিচালনায় তার সঙ্গে লোকনৃত্য পরিবেশন করেছেন তিনা। থাকছে মিলনায়তনের দর্শকদের মধ্য থেকে নির্বাচিত তিনজনকে নিয়ে মজার পর্ব, সমসাময়িক ঘটনাবলি ও নানা অসঙ্গতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে ব্যাঙ্গাত্মক ও হাস্যরসাত্মক নাট্যাংশ।

‘পরিবর্তন’-এর পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় আনজাম মাসুদ। রোববার (২০ নভেম্বর) রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনা মো. সরওয়ার মিয়া।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।