ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চায়নের ৪০ বছর পূর্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চায়নের ৪০ বছর পূর্তি দৃশ্য: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’

চার দশক আগে ১৯৭৬ সালের ২৫ নভেম্বর থিয়েটারের মুক্তিযুদ্ধের নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-এর প্রথম মঞ্চায়ন হয়েছিলো মহিলা সমিতি মিলনায়তনে। কালজয়ী কাব্যনাট্যটি প্রদর্শনীর ৪০ বছর পূর্তি হবে আগামী ২৫ নভেম্বর।

চার দশক আগে ১৯৭৬ সালের ২৫ নভেম্বর থিয়েটারের মুক্তিযুদ্ধের নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-এর প্রথম মঞ্চায়ন হয়েছিলো মহিলা সমিতি মিলনায়তনে। কালজয়ী কাব্যনাট্যটি প্রদর্শনীর ৪০ বছর পূর্তি হবে আগামী ২৫ নভেম্বর।

এ উপলক্ষে ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ১৭৪তম প্রদর্শনী হবে। শুরুতে থাকবে ৪০ বছর পূর্তির সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন।  

মঞ্চে আসার পরপরই রচনাশৈলী, বিষয়বস্তু ও প্রকাশনা সৌকর্যের জন্য দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয় নাটকটি। এক বছরের মধ্যে নিয়মিত প্রদর্শনীর মাধ্যমে দেশীয় নাটকের মধ্যে প্রথম সুবর্ণজয়ন্তী পালনের গৌরব অর্জন করে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।

১৯৮১ সালের ২০ মার্চ দক্ষিণ কোরিয়ার সিউলে আইটিআই আয়োজিত পঞ্চম তৃতীয় বিশ্ব নাট্যোৎসবে নাটকটির দুটি প্রদর্শনী হয়। ভারতের বাইরে বহির্র্বিশ্বে এটি ছিলো বাংলাদেশের প্রথম কোনো নাট্যদলের অভিনয় প্রদর্শন। ১৯৯০ সালের ২৩ মার্চ নাটকটির শততম মঞ্চায়ন হয়। বিটিভি ও বাংলাদেশ বেতারেও প্রচারিত হয়েছে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।

মাঝে প্রায় বছর দশেক নাটকটির মঞ্চায়ন হয়নি। বিরতির পর নতুনভাবে এ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এ পর্যন্ত নাটকটির ১৭৩টি প্রদর্শনী হয়েছে। একমাত্র ফেরদৌসী মজুমদারই সব প্রদর্শনীতে অভিনয় করেছেন। প্রথম মঞ্চায়নের অভিনয়শিল্পী কেরামত মওলা এখন আবার নিয়মিত অভিনয় করছেন।

বিভিন্ন চরিত্রে আরও আছেন তোফ হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য্য, তানজুম আরা পল্লী, সমর দেব, খুরশিদ আলম, নুরুল ইসলাম সানি, রাশেদুল আওয়াল শাওন, জোয়ারদার সাইফ, তামান্না ইসলাম, রুনা লাইলা, তানভীর হোসেন সামদানী, কল্যাণ চৌধুরী, কাওসার রাজীব, আতিকুর রহমান ও এরশাদ হাসান।

এ ছাড়া গত ৪০ বছরে প্রায় ৭০ জন অভিনয়শিল্পী বিভিন্ন পর্যায়ে এ নাটকে অভিনয় করেছেন। তাদের মধ্যে আবদুল্লাহ আল-মামুন, মোহাম্মদ জাকারিয়া, জহিরুল হক, আবদুল কাদের, তারিক আনাম খান, মিতা চৌধুরী, তারানা হালিম, রেখা আহমেদ, খায়রুল আলম সবুজ, আরিফুল হক, কাজী তামান্না, গোলাম রব্বানী, ঝুনা চৌধুরী, তবিবুল ইসলাম বাবু, আফরোজা বানু, শিরিন বকুল, শান্তা ইসলাম, তৌকীর আহমেদ, আসিফ মুনীরের নাম উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।