ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তরুণ নাট্যনির্মাতাদের ‘রঙিন চশমা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
তরুণ নাট্যনির্মাতাদের ‘রঙিন চশমা’

দেশের তরুণ নাট্যনির্মাতারা মিলে তৈরি করছেন নতুন ধারাবাহিক নাটক ‘রঙিন চশমা’। এর প্রতি পাঁচ পর্বে থাকবে একটি করে গল্প। এটি প্রচার হবে বাংলা টিভিতে।

দেশের তরুণ নাট্যনির্মাতারা মিলে তৈরি করছেন নতুন ধারাবাহিক নাটক ‘রঙিন চশমা’। এর প্রতি পাঁচ পর্বে থাকবে একটি করে গল্প।

এটি প্রচার হবে বাংলা টিভিতে। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় চ্যানেলটির কার্যালয়ে নির্মাতাদের সঙ্গে এ সংক্রান্ত চুক্তিস্বাক্ষর হয়।

‘রঙিন চশমা’র প্রকল্প পরিচালক হিসেবে থাকবেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার পাশাপাশি ধারাবাহিকটি বানাবেন কচি খন্দকার, সাজ্জাদ সুমন, নঈম ইমতিয়াজ নেয়ামূল, হিমেল আশরাফ, ইমরাউল রাফাত, মাবরুর রশিদ বান্নাহ, শুভ্র খান, শ্রাবণী ফেরদৌস, ইমেল হক, আবু রায়হান জুয়েল, আবু হায়াত মাহমুদ, সেতু আরিফ, শহিদ-উন-নবী, তপু খান, মিলন ভট্ট, হামেদ হাসান নোমান, আরবি প্রিতম, রুবায়েত মাহমুদ, তুহিন হোসেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও ছিলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ, পরিচালক  সৈয়দ সামাদুল হক, শামস শান্তনু, হেড অব প্রোগ্রাম দীপংকর দীপন।

জানা গেছে, ডিসেম্বরে সম্প্রচারে আসবে বাংলা টিভি। এরপর চ্যানেলটিতে সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত সাড়ে আটটায় প্রচার হবে ‘রঙিন চশমা’।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।