ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কানাডা ও কম্বোডিয়ায় ‘মাই বাইসাইকেল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
কানাডা ও কম্বোডিয়ায় ‘মাই বাইসাইকেল’ দৃশ্য: ‘মাই বাইসাইকেল’

বিশ্বের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে অং রাখাইন পরিচালিত বাংলাদেশের ছবি ‘মাই বাইসাইকেল’। এবার এটি অংশ নিচ্ছে কানাডা ও কম্বোডিয়ার দুটি পৃথক উৎসবে।

বিশ্বের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে অং রাখাইন পরিচালিত বাংলাদেশের ছবি ‘মাই বাইসাইকেল’। এবার এটি অংশ নিচ্ছে কানাডা ও কম্বোডিয়ার দুটি পৃথক উৎসবে।

এর মধ্যে কম্বোডিয়ার ফনম ফেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে গত ২১ নভেম্বর। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রকে উদযাপন করার লক্ষে মুক্ত ও অপ্রতিযোগিতামূলক উৎসব এটি। এতে দেখানো হচ্ছে  ৩৮টি চলচ্চিত্র, এর মধ্যে কাহিনিচিত্র ১৪টি। এ আয়োজন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এদিকে কানাডার উইনিপেগ এবোরিজিনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে খনা টকিজের প্রযোজিত ‘মাই বাইসাইকেল’। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) শুরু হয়ে এটি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। কানাডার মানিটোবার অন্তর্গত উইনিপেগে আয়োজিত উৎসবটি সারাবিশ্বের জনজাতিক সম্প্রদায়ের উল্লেখযোগ্য নতুন ছবিকে উৎসর্গ করে হয়ে থাকে।

উপজাতীয় ভাষা ব্যবহার করে নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘মাই বাইসাইকেল’-এ বাংলাদেশের প্রান্তিক জনসাধারণের কথা তুলে ধরা হয়েছে। উপজাতি গ্রামের একটি পরিবারের সাইকেলে করে যাত্রী বহনের নতুন ব্যবসাকে ঘিরে তাদের টিকে থাকা ও সংগ্রামের ওপর সাজানো হয়েছে এটি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।