ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাতীয় জাদুঘরে মৌমিতা রায়ের কত্থক নাচ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
জাতীয় জাদুঘরে মৌমিতা রায়ের কত্থক নাচ মৌমিতা রায়

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে কত্থক নৃত্য পরিবেশন করবেন প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী মৌমিতা রায়। আগামী ২৬ নভেম্বর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠানটি।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে কত্থক নৃত্য পরিবেশন করবেন প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী মৌমিতা রায়। আগামী ২৬ নভেম্বর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠানটি।

এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।

আইসিসআর স্কলারশিপের আওতায় কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নাচে স্নাতক সম্পন্ন করেছেন মৌমিতা। একই জায়গায় স্নাতকোত্তর করছেন তিনি।

এখন কত্থক নৃত্যশিল্পী গুরু অসীমবন্ধু ভট্টাচার্যের তত্ত্বাবধানে কলকাতায় উপাসনা সেন্টারে তালিম নিচ্ছেন মৌমিতা। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে মোনালিসা রায়ের কাছ থেকে লক্ষ্মৌ ঘরানায় দীক্ষা নিয়েছেন তিনি।

পন্ডিত বিরজু মহারাজের কত্থক নাচের কর্মশালা, ড. উরমইমালা সরকারের পরিচালনায় গুড়িয়া নাচের কর্মশালা এবং ড. চুয়া সু পঙের পরিচালনায় চীনা অপেরা কর্মশালায় অংশগ্রহণ করেছেন মৌমিতা।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী মৌমিতা। বাংলাদেশ ছাড়াও ভারতের দিল্লি, কলকাতা ও রাঁচিতে সাধনার ‘তাসের দেশ’ প্রযোজনায় নৃত্য পরিবেশন করেছেন তিনি। ইডেন কলেজ থেকে সমাজবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি আছে তার।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।