ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ছেলে’র সঙ্গে ৯ বছর পর সালমানের দেখা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
‘ছেলে’র সঙ্গে ৯ বছর পর সালমানের দেখা সালমান খান ও আলি হাজি

একটা সময় ছিলো যখন সালমান খান কোনো হিট ছবিই উপহার দিতে পারছিলেন না। তখন বলিউডের কক্ষপথে টিকে থাকতে তার জন্য একটা ব্যবসাসফল ছবি খুব দরকার ছিলো। তাকে কাঙ্ক্ষিত সেই সাফল্য এনে দেয় ডেভিড ধাওয়ানের রোম্যান্স কমেডি ‘পার্টনার’।

একটা সময় ছিলো যখন সালমান খান কোনো হিট ছবিই উপহার দিতে পারছিলেন না। তখন বলিউডের কক্ষপথে টিকে থাকতে তার জন্য একটা ব্যবসাসফল ছবি খুব দরকার ছিলো।

তাকে কাঙ্ক্ষিত সেই সাফল্য এনে দেয় ডেভিড ধাওয়ানের রোম্যান্স কমেডি ‘পার্টনার’।

ছবিটিতে সালমানের পাশাপাশি অভিনয় করেন গোবিন্দ, লারা দত্ত ও ক্যাটরিনা কাইফ। লারার চরিত্রটি ছিলো এক পুত্র নিয়ে দিন কাটানো একাকী মায়ের। গল্পে প্রেমিকার সন্তানের সঙ্গে দারুণ বন্ধন তৈরি হয় সল্লুর। কাহিনির শেষে লারাকে বিয়ে করে রোহান নামের ছেলেটির সৎ বাবা হন তিনি।

রোহান চরিত্রে অভিনয় করা আলি হাজি এখন টগবগে তরুণ। সম্প্রতি ‘বিগ বস টেন’ অনুষ্ঠানে সালমানের সঙ্গে দেখা হয় তার। তারা কিছুক্ষণ আড্ডা দেন। এ সময় ‘পার্টনার’-এর দিনগুলোর স্মৃতি ফিরে আসে তাদের সামনে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।