ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০ বছর পর জুটি বাঁধছেন রণবীর-সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
১০ বছর পর জুটি বাঁধছেন রণবীর-সোনম সোনম কাপুর ও রণবীর কাপুর

প্রায় দশ বছর পর আবার জুটি বাঁধছেন রণবীর-সোনম। রাজকুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি হতে যাওয়া ছবিতে দেখা যাবে তাদেরকে। এতে রণবীর থাকছেন ‘মুন্নাভাই’খ্যাত অভিনেতার ভূমিকায়। আর সোনমকে পাওয়া যাবে নব্বই দশকের একজন অভিনেত্রীর চরিত্রে।

রূপালি পর্দায় ঋষি কাপুরের পুত্র রণবীর কাপুর ও অনিল কাপুরের কন্যা সোনম কাপুরের একসঙ্গে অভিষেক হয় সঞ্জয়লীলা বানসালির ‘সাওয়ারিয়া’র মাধ্যমে। ২০০৭ সালে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও ঠিকই নজর কাড়তে সক্ষম হন তারা।

এরপর আর তাদেরকে একফ্রেমে দেখা যায়নি।

প্রায় দশ বছর পর আবার জুটি বাঁধছেন রণবীর-সোনম। রাজকুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি হতে যাওয়া ছবিতে দেখা যাবে তাদেরকে। এতে রণবীর থাকছেন ‘মুন্নাভাই’খ্যাত অভিনেতার ভূমিকায়। আর সোনমকে পাওয়া যাবে নব্বই দশকের একজন অভিনেত্রীর চরিত্রে।

মুম্বাই মিররকে একটি সূত্র জানিয়েছে, আশি ও নব্বই দশকে সঞ্জয় দত্ত অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তবে তাদের মধ্যে নির্দিষ্ট কারও মতো নয় সোনমের চরিত্রটি। নির্মাতা হিরানি কল্পনা থেকে সাজিয়েছেন তাকে।

নাম চূড়ান্ত না হওয়া চলচ্চিত্রটিতে রণবীরের ‘বোম্বে ভেলভেট’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির সহশিল্পী আনুশকা শর্মা অভিনয় করবেন সাংবাদিকের ভূমিকায়। আগামী বছর এর চিত্রায়ন শুরু হবে।

এরই মধ্যে সঞ্জয় দত্ত চরিত্রে মানিয়ে নেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন রণবীর। প্রথম ধাপের দৃশ্যায়নের প্রয়োজনে তার ওজন কমে যাবে ১০-২০ কিলো। চুলগুলোও হবে বড়। দ্বিতীয় ধাপের কাজ শুরুর আগে ওজন ও চুল আবার কমাতে হবে তাকে।

ছবিটির শুরুর দিকের দৃশ্যগুলো হবে নব্বই দশকের। সেই সময় ‘থানেদার’, ‘সাজান’, ‘গুমরাহ’, ‘খলনায়ক’, ‘আতিশ’, ‘সাফারি’ ও ‘কার্তুজ’ ছবিগুলোতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। এরপর আশির দশকে পিছিয়ে গিয়ে তার ব্যক্তিজীবনকে তুলে ধরা হবে কাহিনিতে।

গল্পে তারকা হিসেবে সঞ্জয় দত্তের উত্থান থেকে শুরু করে বেআইনি অস্ত্র কেনার দায়ে পতন এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার মতো সবকিছু তুলে ধরা হবে। তবে মাদকাসক্তি ও কারাভোগের মতো বিতর্কিত বিষয় থাকবে কি-না তা নিয়ে চলছে জল্পনা। বরং পরিবার ও প্রেমই মূলত গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। ছবিটিতে যৌথভাবে অর্থলগ্নি করছে রাজকুমার হিরানি ও সঞ্জয় দত্তের প্রযোজনা প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।