ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘তুমি যে আমার’ ছবিতে তাহসান ও কোনালের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
‘তুমি যে আমার’ ছবিতে তাহসান ও কোনালের গান তাহসান ও কোনাল

সংগীতশিল্পী তাহসানের সঙ্গে দ্বৈত গান গাইলেন গায়িকা কোনাল। বেঙ্গল মাল্টিমিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান আরটিভি প্রযোজিত ‘তুমি যে আমার’ ছবির জন্য তৈরি হয়েছে এটি।

সংগীতশিল্পী তাহসানের সঙ্গে দ্বৈত গান গাইলেন গায়িকা কোনাল। বেঙ্গল মাল্টিমিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান আরটিভি প্রযোজিত ‘তুমি যে আমার’ ছবির জন্য তৈরি হয়েছে এটি।

‘তুমিময়’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আমেরিকা প্রবাসী নাভেদ পারভেজ। এতে আমেরিকার কিছু যন্ত্রশিল্পী বাজিয়েছেন। গানটির চূড়ান্ত মিশ্রণ হবে মুম্বাইয়ের তিতুমীর স্টুডিওতে। এর কথা লিখেছেন মাহমুদ মানজুর।

‘তুমি যে আমার’ পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বললেন, ‘আমার আগের চারটি ছবির মতো এবারও গানকে প্রাধান্য দিচ্ছি। আগেরগুলো বেশ জনপ্রিয় হয়েছে। নতুন গানটির গ্রহণযোগ্যতা সেগুলোকে ছাড়িয়ে যাবে আশা করছি। ’

জানা গেছে, ছবিটির অন্য গানগুলোতে আরও চমক থাকবে। ‘তুমি যে আমার’ তৈরি হচ্ছে মৌলিক একটি গল্প নিয়ে। এর ট্যাগলাইন- ‘অ্যা জার্নি বাই লাভ’। এর অভিনয়শিল্পীদের নাম প্রকাশ হবে শিগগিরই।

আরও পড়ুন>>
* ‘তুমি যে আমার’ ছবিতে কারা?

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।