ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে আলমগীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
‘ঢাকা অ্যাটাক’ ছবিতে আলমগীর (বাঁ থেকে) সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলমগীর ও আফজাল হোসেন; ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পোশাকে চোখে পড়লো আলমগীর ও আফজাল হোসেনকে। ছবিটিতে পুলিশ কমিশনারের ভূমিকায় স্বল্প উপস্থিতির চরিত্রে আফজালের অভিনয়ের খবর জানাজানি হয়েছে। তবে আলমগীর ঢুকেছেন নতুন। তাকেও দেখা যাবে পুলিশের উচ্চপদস্থ একজন কর্মকর্তার চরিত্রে।

ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের বড় মাঠ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে এখানে এসে দেখা গেলো, গ্যালারিতে বসে আছেন ইউনিফর্ম পরা সত্যিকারের শতাধিক পুলিশ।

মাঠে প্যারেড করছেন ৮-১০ জন পুলিশ।

পুলিশ সদস্যদের এই কার্যক্রম ‘ঢাকা অ্যাটাক’ ছবির একটি দৃশ্য। সত্যিকারের পুলিশ মাঝে তাদের মতোই পোশাক পরে আছেন আরিফিন শুভ, শতাব্দী ওয়াদুদ ও এবিএম সুমন। গ্যালারিতে মাহিয়া মাহি ও নওশাবা আহমেদ।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পোশাকে চোখে পড়লো আলমগীর ও আফজাল হোসেনকে। ছবিটিতে পুলিশ কমিশনারের ভূমিকায় স্বল্প উপস্থিতির চরিত্রে আফজালের অভিনয়ের খবর জানাজানি হয়েছে। তবে আলমগীর ঢুকেছেন নতুন। তাকেও দেখা যাবে পুলিশের উচ্চপদস্থ একজন কর্মকর্তার চরিত্রে।

‘ঢাকা অ্যাটাক’-এর পরিচালক দীপংকর দীপন বাংলানিউজকে জানালেন, বৃহস্পতিবার ছবিটির শেষ দৃশ্যের চিত্রায়ন হয়েছে। পুলিশ বাহিনীর সাফল্যের জন্য তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আলমগীরকে কেবল এই একটি দৃশ্যেই দেখা যাবে। অনুষ্ঠানে সাহসী পুলিশ কর্মকর্তাদের পদক দেন প্রধানমন্ত্রী। তার ভূমিকায় থাকছেন লায়লা হাসান। আর তার স্বামী সৈয়দ হাসান ইমাম অাছেন স্বরাষ্ট্রমন্ত্রী চরিত্রে।

ছবিটিতে শুভ আছেন পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী বিভাগের প্রধান হিসেবে। মাহির চরিত্রটি সাংবাদিকের। শতাব্দী ওয়াদুদের ভূমিকাও পুলিশের। এবিএম সুমন থাকছেন সোয়াতের সক্রিয় সদস্য হিসেবে। আইটেম গানে নেচেছেন জন ও মিমো।

গত ২২ নভেম্বর ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয়। এর কাহিনী লিখেছেন ও সার্বিক তত্ত্বাবধান করেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন দীপংকর দীপন ও অভিমন্যু মুখার্জি। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এ ছবি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। প্রযোজনায় স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।

দুই বছর আগে মুক্তিপ্রাপ্ত নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘এক কাপ চা’ ছবিতে অতিথি চরিত্রে বড়পর্দায় হাজির হয়েছিলেন আলমগীর। তাকে সবশেষ গত বছর এফআই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ ছবিতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।