ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তৌসিফ ও সাফার স্বল্পদৈর্ঘ্য ‘দেয়াল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
তৌসিফ ও সাফার স্বল্পদৈর্ঘ্য ‘দেয়াল’ ‘দেয়াল’-এর দৃশ্যে সাফা কবির ও তৌসিফ মাহবুব

স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করলেন ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাফা কবির। একটি পরিবারের ছোট ছোট স্বপ্নের গল্প নিয়ে সাজানো এর নাম ‘দেয়াল’।

স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করলেন ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাফা কবির। একটি পরিবারের ছোট ছোট স্বপ্নের গল্প নিয়ে সাজানো এর নাম ‘দেয়াল’।

বুধবার (৩০ নভেম্বর) রাতে অনলাইনে উন্মুক্ত হয়েছে ছবিটির ফার্স্ট লুক পোস্টার। কিছুদিনের মধ্যেই এর একটি গানের মিউজিক ভিডিও অনলাইনে মুক্তি দেওয়া হবে। সংগীত পরিচালনায় মাহামুদ হায়েত অর্পণ।

পুরো ছবিটি চলতি মাসেই ইউটিউবে দেখা যাবে বলে জানান পরিচালক ভিকি জাহেদ। রচনাও তারই। তিনি এর আগে ‘মায়া’ ও ‘মোমেন্টস’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করেন।

‘দেয়াল’ প্রযোজনা করেছেন তাহসিন এন রাকিব (তাহসীনেশান)। এতে আরও অভিনয় করেছেন হাসনাত রিপন, সামরীন, ঝর্ণা সরকার ও সৈয়দ নাজমুস সাকিব।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।