ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী এখন সেলেনার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী এখন সেলেনার সেলেনা গোমেজ

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকা তারকার দৌড়ে মার্কিন গায়িকা টেলর সুইফটকে ডিঙিয়ে এখন শীর্ষে তারই স্বদেশি সেলেনা গোমেজ। চলতি বছরে তারাই শাসন করেছেন এই সামাজিক যোগাযোগমাধ্যম।

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকা তারকার দৌড়ে মার্কিন গায়িকা টেলর সুইফটকে ডিঙিয়ে এখন শীর্ষে তারই স্বদেশি সেলেনা গোমেজ। চলতি বছরে তারাই শাসন করেছেন এই সামাজিক যোগাযোগমাধ্যম।

গত ১ ডিসেম্বর ইনস্টাগ্রামের বার্ষিক র‌্যাংকিং প্রকাশিত হয়। এতে দেখা গেছে, ১০ কোটি ৩০ লাখ অনুসারী নিয়ে এক নম্বরে আছেন সেলেনা। তালিকায় দুই নম্বরে থাকা সুইফটের অনুসারীর সংখ্যা ৯ কোটি ৩৯ লাখ।

তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে গায়িকা আরিয়ানা গ্র্যান্ড (৮ কোটি ৯৬ লাখ) ও বিয়ন্সে (৮ কোটি ৮৯ লাখ)। দুই নম্বর থেকে পাঁচে নেমে গেছেন রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ান (৮ কোটি ৮২ লাখ)।

এদিকে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পড়া ছবি এবং ভিডিওর তালিকায়ও শীর্ষে ‘সেম ওল্ড লাভ’ গায়িকা সেলেনা। সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে সবচেয়ে বেশি উল্লেখ হওয়া শিল্পীও ২৪ বছর বয়সী এই তারকা।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।