ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সানি লিওনকেই সবচেয়ে বেশি খুঁজেছে ভারতীয়রা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
সানি লিওনকেই সবচেয়ে বেশি খুঁজেছে ভারতীয়রা সানি লিওন

ভারতে অবস্থানকারীরা ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজে বলিউড অভিনেত্রী সানি লিওনকে। গত চার বছর ধরে এ চিত্র দেখা গেছে। টানা পঞ্চম বছর শীর্ষস্থানটি অক্ষুণ্ন রাখলেন একসময়ের এই পর্নো ছবির তারকা।

ভারতে অবস্থানকারীরা ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজে বলিউড অভিনেত্রী সানি লিওনকে। গত চার বছর ধরে এ চিত্র দেখা গেছে।

টানা পঞ্চম বছর শীর্ষস্থানটি অক্ষুণ্ন রাখলেন একসময়ের এই পর্নো ছবির তারকা।

অনলাইনে মানুষ সবচেয়ে বেশি খুঁজেছে বা অনুসন্ধান করেছে এমন ব্যক্তিত্বদের দৌড়ে সানি লিওন পেছনে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এই ফল প্রকাশ করেছে ইয়াহু! ইন্ডিয়া।

পুরুষ তারকাদের মধ্যে এ বছর ভারতে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সালমান খানকে। তারপরেই আছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও টিভি তারকা কপিল শর্মা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও আমির খান।

সবাইকে হতবাক করে নারী তারকাদের মধ্যে তালিকায় দুই নম্বর স্থান দখল করেছেন বিপাশা বসু। বছরের শুরুতে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের সুবাদে আলোচনায় ছিলেন তিনি। তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।