ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের ছবির একদিন আগেই হৃতিকের ‘কাবিল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
শাহরুখের ছবির একদিন আগেই হৃতিকের ‘কাবিল’ শাহরুখ খান ও হৃতিক রোশন

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘রায়ীস’-এর সঙ্গে হৃতিক রোশনের নতুন ছবি ‘কাবিল’ মুক্তি পাওয়া কথা ছিলো ২০১৭ সালের ২৬ জানুয়ারি। তবে ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে একদিন আগেই প্রেক্ষাগৃহে আসছে এটি।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘রায়ীস’-এর সঙ্গে হৃতিক রোশনের নতুন ছবি ‘কাবিল’ মুক্তি পাওয়া কথা ছিলো ২০১৭ সালের ২৬ জানুয়ারি। তবে ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে একদিন আগেই প্রেক্ষাগৃহে আসছে এটি।

হলিউডের মতো বলিউডেও সাধারণত শুক্রবারে ছবি মুক্তি দেওয়াই চেনা ব্যবসায়িক কৌশল। কিন্তু প্রযোজক রাকেশ রোশন ‘কাবিল’ নিয়ে এতোই আত্মবিশ্বাসী যে, আগামী ২৫ জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে ছবিটি চালানোর জন্য পরিবেশকদের অনুরোধ করেছেন। প্রজাতন্ত্র দিবসের ছুটিকে কাজে লাগাতেই তার এই পরিকল্পনা।

পরিচালক সঞ্জয় গুপ্তও প্রযোজকের কৌশলের সঙ্গে একমত পোষণ করেছেন। রহস্যময় থ্রিলার ধাঁচের ছবি ‘কাবিল’-এ হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন ইয়ামি গৌতম। তাদেরকে দেখা যাবে দৃষ্টি প্রতিবন্ধী চরিত্রে।

* দেখুন ‘কাবিল’ ছবির ট্রেলার:

অন্যদিকে রাহুল ধোলাকিয়ার ‘রায়ীস’-এ শাহরুখের নায়িকা পাকিস্তানি তারকা মাহিরা খান। ছবিটির গল্প বেআইনিভাবে মদের ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা আলমকে ঘিরে।

* দেখুন ‘রায়ীস’ ছবির টিজার:

‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে শাহরুখের সহশিল্পী ছিলেন হৃতিক। বক্স অফিসে তাদের লড়াই দেখতে মুখিয়ে আছেন কেউ কেউ। তবে অনেকে চেয়েছেন এই সংঘর্ষ এড়ানো গেলে ভালো হতো।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।