ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার ঢাকা আর্ন্তজাতিক একক অভিনয় উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
আবার ঢাকা আর্ন্তজাতিক একক অভিনয় উৎসব

ঢাকা আর্ন্তজাতিক একক অভিনয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যৌথভাবে এর আয়োজন করেছে আইটিআই বাংলাদেশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

ঢাকা আর্ন্তজাতিক একক অভিনয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যৌথভাবে এর আয়োজন করেছে আইটিআই বাংলাদেশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে উৎসবটি উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলাম উদ্দিন পালাকার ও তার দল পরিবেশন করবে ‘অতুলা সুন্দরী’।

আন্তর্জাতিক এই উৎসবে অংশগ্রহণ করবে বাংলাদেশের ছয়টি ও বিদেশি চারটি দল। এ আয়োজন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে আয়োজক কমিটি মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকার সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।