ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিন্স মাহমুদের সুরে মমতাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
প্রিন্স মাহমুদের সুরে মমতাজ (বাঁ থেকে) প্রিন্স মাহমুদ ও মমতাজ

অডিওতে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন প্রিন্স মাহমুদ। কিন্তু চলচ্চিত্রের জন্য তিনি কাজ করেছেন হাতেগোনা। এ তালিকায় নতুন সংযোজন ‘আড়ি’। গানটি গেয়েছেন মমতাজ। এবারই প্রথম প্রিন্স মাহমুদের সুরে গাইলেন তিনি।

অডিওতে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন প্রিন্স মাহমুদ। কিন্তু চলচ্চিত্রের জন্য তিনি কাজ করেছেন হাতেগোনা।

এ তালিকায় নতুন সংযোজন ‘আড়ি’। এটি তৈরি হয়েছে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবির জন্য।

চমকপ্রদ ব্যাপার হলো, গানটি গেয়েছেন মমতাজ। এবারই প্রথম প্রিন্স মাহমুদের সুরে গাইলেন তিনি। এর কথা লিখেছেন আসিফ ইকবাল। রেকর্ডিংয়ে পরিচালকের সঙ্গে ছিলেন ছবিটির অভিনেত্রী ভাবনা।

মমতাজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে প্রিন্স মাহমুদ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলানিউজকে বললেন, ‘তার সারল্য ও গায়কী এবং গানের সঙ্গে একাত্ম হওয়ার দিকগুলো আমার বেশ ভালো লেগেছে। ’

প্রিন্স মাহমুদ সবশেষ অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রী’ ছবির জন্য একটি গান তৈরি করেছিলেন। এটি গেয়েছেন নগরবাউল জেমস।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।