ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হৃদয়-পড়শীর কণ্ঠে ‘তুমি যে আমার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
হৃদয়-পড়শীর কণ্ঠে ‘তুমি যে আমার’ হৃদয় খানের সঙ্গে পড়শী

সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে দ্বৈত গান গাইলেন কণ্ঠশিল্পী পড়শী। এটি হলো ‘তুমি যে আমার’ ছবির শিরোনাম-গান। সুর-সংগীতও হৃদয়ের। এর কথা লিখেছেন আসিফ ইকবাল।

সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে দ্বৈত গান গাইলেন কণ্ঠশিল্পী পড়শী। এটি হলো ‘তুমি যে আমার’ ছবির শিরোনাম-গান।

সুর-সংগীতও হৃদয়ের। এর কথা লিখেছেন আসিফ ইকবাল।

বেঙ্গল মাল্টিমিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান আরটিভি প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বললেন, ‘আমার এবারের ছবির বিষয়বস্তুতে প্রাধান্য পাচ্ছে প্রেম-ভালোবাসা ও বন্ধুত্ব। তাই গানের ব্যাপারে অনেক যত্ন নিচ্ছি। আশা করি, পরিশ্রম সার্থক হবে দর্শক-শ্রোতাদের সাড়ায়। ’

‘তুমি যে আমার’-এর জন্য একটি গান করেছে চিরকুট ব্যান্ড। আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তাহসান ও কোনাল। ছবিটির ট্যাগলাইন- ‘অ্যা জার্নি বাই লাভ’। এর অভিনয়শিল্পীদের নাম প্রকাশ হবে শিগগিরই।

আরও পড়ুন>>>
* ‘তুমি যে আমার’ ছবিতে তাহসান ও কোনালের গান
* বন্ধু-শত্রু নিয়ে চিরকুটের গান

* ‘তুমি যে আমার’ ছবিতে কারা?

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।