ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিপিএলের ফাইনালে জেমস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বিপিএলের ফাইনালে জেমস জেমস

বিপিএলের চতুর্থ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস মাঠের লড়াইয়ে নামার আগে সুরের মূর্ছনা ছড়াবেন নগরবাউল জেমস। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল চারটায় মঞ্চে আসবেন তিনি।

বিপিএলের চতুর্থ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস মাঠের লড়াইয়ে নামার আগে সুরের মূর্ছনা ছড়াবেন নগরবাউল জেমস। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল চারটায় মঞ্চে আসবেন তিনি।

ফাইনাল দেখতে আসা দর্শক-সমর্থকদের জন্য তরুণদের ‘গুরু’ জেমসের পরিবেশনা হতে যাচ্ছে বাড়তি পাওনা। নিজের ব্যান্ড নিয়ে শ্রোতাদের মাতাবেন তিনি।  

জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য দেন। তিনি জানান, এক ঘণ্টা গাইবেন জেমস। তার পরিবেশনায় থাকবে জনপ্রিয় বেশকিছু গান।

জেমসের মন ভরানো গায়কী শোনার পর সন্ধ্যা পৌনে ছয়টা থেকে শিরোপার জন্য লড়বে ঢাকা ডায়নমাইটস ও রাজশাহী কিংস। তিনি নিজেও ক্রিকেট খেলা পছন্দ করেন। তাই বিপিএলে সংগীত পরিবেশনের প্রস্তাব পেয়ে গাইতে সম্মতি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।