ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাঁচাও নদী বুড়িগঙ্গা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বাঁচাও নদী বুড়িগঙ্গা

বুড়িগঙ্গা নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে আলোকচিত্রী ফোজিত শেখ বাবুর ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’ শীর্ষক পঞ্চম একক আলোকচিত্র প্রদর্শনী।

বুড়িগঙ্গা নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে আলোকচিত্রী ফোজিত শেখ বাবুর ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’ শীর্ষক পঞ্চম একক আলোকচিত্র প্রদর্শনী।

ঢাকার ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে শনিবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় এর উদ্বোধন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।

ফোজিত শেখ বাবু অনুসন্ধানী ফটোসাংবাদিকের পাশাপাশি একজন পরিবেশ সচেতন ব্যক্তিও বটে। এরই মধ্যে নদীদূষনের ওপর মোট তিনটি একক আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় ঢাকা শহরের অন্যতম প্রাণ বুড়িগঙ্গা নদীর অবৈধ দখল ও দূষণ রোধে হতে যাচ্ছে ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’।

প্রায় ৪০০ বছর আগে বুড়িগঙ্গা নদীর তীরে গোড়াপত্তন হয়েছিল ঢাকা শহরের। তখন থেকেই বুড়িগঙ্গা ছিলো ঢাকা শহরের প্রাণ। অপরিকল্পিত শিল্পায়ন, জনসচেতনতার অভাব ও নদীতীর অবৈধ দখলের কারণে বুড়িগঙ্গা নদী আজ চরম দূষণের শিকার। ফোজিত শেখ বাবু তার ক্যামেরায় ধরেছেন এমনই কিছু চিত্র।

প্রদর্শনীটি চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা। সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।