ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২২ বছর সংসারের পর হিমেশ রেশামিয়ার বিয়েবিচ্ছেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
২২ বছর সংসারের পর হিমেশ রেশামিয়ার বিয়েবিচ্ছেদ কোমল ও হিমেশ রেশামিয়া

সংগীতশিল্পী-অভিনেতা হিমেশ রেশামিয়া ও তার স্ত্রী কোমলের তাদের দাম্পত্য জীবনে ভাঙন ধরলো। ২২ বছর সংসার করার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা।

সংগীতশিল্পী-অভিনেতা হিমেশ রেশামিয়া ও তার স্ত্রী কোমলের তাদের দাম্পত্য জীবনে ভাঙন ধরলো। ২২ বছর সংসার করার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা।

গত ৬ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে বান্দ্রা পারিবারিক আদালতে বিয়েবিচ্ছেদের আবেদন করেছেন হিমেশ। ভারতের একটি দৈনিককে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন তিনি। কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন।
 
হিমেশ জানান, তিনি ও কোমল মীমাংসার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন। পরিবারের প্রত্যেকে তাদের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে। কোমলও জানান, পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হয়ে গেছেন তারা।
 
মিড-ডে পত্রিকাকে হিমেশ বলেছেন, ‘জীবনে কখনও কখনও পারস্পরিক শ্রদ্ধাবোধ হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেদের সম্পর্ককে সম্মান জানিয়ে আপসের সঙ্গে আমি ও কোমল আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোমল সবসময় আমাদের পরিবারের অংশ এবং আমিও তার পরিবারের অংশ হয়ে থাকবো। ’
 
১৯৯৪ সালে বিয়ে করেন হিমেশ ও কোমল। তাদের ঘর আলো করেছে এ পুত্রসন্তান শিবাম। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যৌথভাবে সন্তানের অভিভাবকত্ব পাওয়ার মনস্থির করেছেন তারা। বিচ্ছেদ হলেও উভয়ে একে অপরের পরিবারের সদস্য হয়ে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন দু’জনে।
 
২০০৬ সালে টিভি অভিনেত্রী সোনিয়া কাপুরের সঙ্গে হিমেশের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিলো। তবে কোমলের সঙ্গে ৪৩ বছর বয়সী এই তারকার বিচ্ছেদের আসল কারণ এখনও জানতে পারেনি কেউ।
 
২০১৬ সালে বলিউড তারকাদের মধ্যে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরবাজ খান ও মালাইকা অরোরা খান এবং ফারহান আখতার ও অধুনা ভবানি।
 
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।