ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একমঞ্চে আমির-শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
একমঞ্চে আমির-শাহরুখ আমির খান ও শাহরুখ খান

বিরোধ দূরে ঠেলে এ বছরের শুরুর দিকে সালমান ও শাহরুখকে একসঙ্গে মঞ্চে দেখা গেছে। এরপর স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসও একসঙ্গে উপস্থাপনা করেন তারা। বছরের শেষ মাসেও খানদের সৌহার্দ্যের নজির দেখা যাবে।

কে না জানে, বলিউডের উদাহরণ টানতে তিন খানের কথা বললেই চলে! তবে আমির খান, শাহরুখ খান ও সালমান খানের মধ্যে বৈরি সম্পর্ক নিয়ে হতাশা ছিলো ভক্তদের মধ্যে।

যদিও বিরোধ দূরে ঠেলে এ বছরের শুরুর দিকে সালমান ও শাহরুখকে একসঙ্গে মঞ্চে দেখা গেছে।

এরপর স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসও একসঙ্গে উপস্থাপনা করেন তারা। বছরের শেষ মাসেও খানদের সৌহার্দ্যের নজির দেখা যাবে।

এবার একটি অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবেন আমির। আগামী ১৭ ডিসেম্বর হিন্দি ছবিতে নারীর জয়গান উদযাপনের একটি আয়োজন সঞ্চালনা করবেন শাহরুখ।

এখানে বিশেষ সেগমেন্টে নিজের অভিনীত ‘দঙ্গল’ ছবির ‘ধাকাড়’ গানটি প্রকাশ করবেন আমির। গানটিতে ৫১ বছর বয়সী এই তারকা র‌্যাপও করেছেন বলে জানা গেছে। সবশেষ ১৯ বছর আগে ‘গুলাম’ ছবির ‘আতি কেয়া খান্ডালা’ গানটি গেয়েছিলেন তিনি।

আমিরের ‘দঙ্গল’ মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর। অন্যদিকে শাহরুখের ‘রায়ীস’ প্রেক্ষাগৃহে আসবে ২০১৭ সালের ২৫ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।