ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রবীন্দ্রসংগীত থেকে লোকগানে লুশা মির্জা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
রবীন্দ্রসংগীত থেকে লোকগানে লুশা মির্জা লুশা মির্জা (ছবি: সংগৃহীত)

রবীন্দ্রসংগীত শিল্পী লুশা মির্জা এবার লোকগানে কণ্ঠ দিলেন। ইয়ামিন ইলানের রচনা ও পরিচালনায় ‘হীন’ নাটকের জন্য তিনি নতুন আঙ্গিকে গেয়েছেন জনপ্রিয় লোকগান ‘দিল কি দয়া হয় না’।

লোকগান প্রসঙ্গে লুশা বললেন, “লোকগান আমাদের সংস্কৃতির শেকড়। এর প্রতি ভেতর থেকে একটা টান অনুভব করি।

নাটকের জন্য ‘দিল কি দয়া হয় না’ গানটি গাওয়ার সুযোগ পেয়ে খুব খুশি হয়েছি। ”

নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও নাদিয়া খানম। চিত্রনাট্য লিখেছেন বিপ্লব সিদ্দিকী। লুশার গাওয়া ‘দিল কি দয়া হয় না’ ইউটিউবে প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে ১ লাখ ২৫ হাজারের ওপর ভিউ হয়েছে। এর সংগীতায়োজন করেছেন মনিরুজ্জামান শুভ্র।

চেনা অঙ্গনের বাইরে গাইলেও রবীন্দ্রসংগীতের সঙ্গেই আছেন লুশা মির্জা। চলতি মাসেই ভারত ও বাংলাদেশে যৌথভাবে প্রকাশ হবে কলকাতার আলোচিত শিল্পী সোম চ্যাটার্জীর সঙ্গে তার গাওয়া রবীন্দ্রসংগীত।

* ‘দিল কি দয়া হয় না’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।