ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মোড়ক খুলবেন লাকী আখন্দ্

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
মোড়ক খুলবেন লাকী আখন্দ্ লাকী আখন্দ্, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দীর্ঘদিন পর কোনো অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন কিংবদন্তী সুরকার-শিল্পী লাকী আখন্দ্। অসুস্থতার কারণে কখনো হাসপাতাল কখনো বাসায় সময় কাটছে তার। এর মধ্যে এলো বিশেষ অনুরোধ- নতুন একটি অ্যালবামের মোড়ক খুলতে হবে তাকে। না করতে পারলেন না লাকী। 

সোমবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বাংলানিউজের সঙ্গে আলাপে লাকী জানান, পিঠের ব্যথাটা প্রায়ই ভোগান্তিতে ফেলছে। এ ছাড়া নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে।

এ অবস্থায় কথা দিয়েছেন অনুষ্ঠানটিতে তিনি যোগ দেবেন।  

আগামী ১০ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় প্রবাসী শিল্পী তানভীর শাহীনের ‘গানের ফেরিওয়ালা’ অ্যালবামের মোড়ক খুলবেন লাকী আখন্দ্। লেজার ভিশন আয়োজিত অনুষ্ঠানটিতে লাকীর পাশাপাশি আরো থাকবেন ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ প্রমুখ।  

লাকী আখন্দ্ বলেন, ‘সবার দোয়ায় আমি সুস্থ হওয়ার স্বপ্ন দেখছি। গানপ্রিয় মানুষদের ভালোবাসা আমাকে সাহসী করে। ’

শিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ্ দু’ বছর ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছেন। তার চিকিৎসায় এগিয়ে এসেছেন ভক্ত-অনুসারী ও সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে তার চিকিৎসা চলছে।       

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।