ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘টি এক্সপো ২০১৭’

সন্ধ্যায় গাইবেন তারা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
সন্ধ্যায় গাইবেন তারা  পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী

বাংলাদেশ চা বোর্ড প্রথমবারের মতো আয়োজন করেছে চা মেলা ‘টি এক্সপো ২০১৭’। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে (হল-২) প্রদর্শনী শুরু হয়েছে। তিনদিনের এই প্রদর্শনীর পাশাপাশি থাকছে সংগীত পরিবেশনা। আজ গাইবেন জনপ্রিয় তিনজন শিল্পী। 

‘টি এক্সপো ২০১৭’-এর উদ্বোধনী দিনে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। এই তিন তারকার পরিবেশনা শুরু হবে রাত ৮টা থেকে।

দ্বিতীয় দিন (১৩ জানুয়ারি) একই মঞ্চে একই সময়ে থাকছে ওয়ারফেইজের পরিবেশনা। শেষদিন গাইবেন রিয়াদ, সালেকীন, ঋতুরাজ, নওমি ও শিরোনামহীন।  
 
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।