ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘গানওয়ালী’ নাকি ‘নাচনেওয়ালী’? (ভিডিও) 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
‘গানওয়ালী’ নাকি ‘নাচনেওয়ালী’? (ভিডিও)  শিরিন, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘পাঞ্জাবীওয়ালা’খ্যাত জনপ্রিয় গায়িকা শিরিন বাংলানিউজকে আগেই জানিয়েছিলেন যে, নাচে ভরপুর একটি গানের ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন তিনি। অবশেষে ইউটিউবে সবার জন্য উন্মুক্ত করা হলো সেটি। গানের শিরোনাম ‘গানওয়ালী’। গানটির ভিডিওর সঙ্গে নাচের ঝড় তুলেছেন শিরিন।

শিরিন বলেন, ‘হিপহপ ড্যান্সের প্রতি অনুরক্ত আমি। গানে সময় দিতে গিয়ে নাচটা আর হলো না।

এই গানটিতে অপূর্ণ ইচ্ছা পূর্ণ করেছি। আমার মনে হয় সবাই গানটি সুন্দরভাবে গ্রহণ করবেন। ’    

সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘গানওয়ালী’ গানের কথা, সুর ও সংগীত করেছেন আভরাল সাহির। গানটির ভিডিও পরিচালনা করেছেন শিরিন জাওয়াদ নিজেই। শিল্পী জানান, ‘গানওয়ালী’ শিরোনামে তিন গানের একটি ইপি অ্যালবাম প্রকাশ করছেন তিনি। ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসবে এটি।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।