ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

উপস্থাপনায় রিয়াজের নতুন অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
উপস্থাপনায় রিয়াজের নতুন অভিজ্ঞতা ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানে রিয়াজ (ছবি: সংগৃহীত)

অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে টিভি অনুষ্ঠান ও মঞ্চে নানান আয়োজন উপস্থাপনা করেছেন চিত্রনায়ক রিয়াজ। এগুলোর বেশিরভাগেই অতিথির সঙ্গে আলাপচারিতা করেছেন তিনি। তবে এবার নতুন অভিজ্ঞতা হলো তার।  

‘আমার ছবি আমার গান’ নামের একটি অনুষ্ঠানে রিয়াজ নিজেই উপস্থাপক, আবার নিজেই গল্প করেছেন! এতে থাকছে তার অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু গান। ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন এগুলোর দৃশ্যধারণের উল্লেখযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা।

নিজের অভিনীত ব্যবসাসফল চলচ্চিত্রের অন্তরালের অজানা কথাও বলেছেন রিয়াজ। পাশাপাশি জানিয়েছেন নায়ক হয়ে ওঠার শুরুর দিককার গল্প। ইতিমধ্যে ঢাকার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠানটির চিত্রায়ন হয়েছে।

এ প্রসঙ্গে রিয়াজ বলেছেন, ‘অন্যরকম আয়োজন এটি। ’ ফারহানা নিশো’র পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ। একুশে টেলিভিশনে এটি প্রচার হবে প্রতি বৃহস্পতিবার রাত দশটায়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।