ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়াকে যেভাবে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ঐশ্বরিয়াকে যেভাবে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন

বলিউডের চমৎকার দম্পতিদের মধ্যে অন্যতম ভাবা হয়ে থাকে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। তাদের একজনের পদবীতে আছে বচ্চনের মতো নামকরা চলচ্চিত্র পরিবারের উপাধি। অন্যজনের নামের সঙ্গে যুক্ত প্রাক্তন বিশ্বসুন্দরীর খেতাব।

এ দু’জনের বন্ধন যেন স্বর্গ থেকেই ঠিক করে দেওয়া! রূপকথার মতো জাঁকজমকপূর্ণ বিয়ের মধ্য দিয়ে ঘর বাঁধেন তারা। কিন্তু ভক্তদের অনেকেই তাদের প্রেমের গল্প জানে না।

বিয়ের দশ বছর হতে চললো, এতোদিনে অ্যাশকে কীভাবে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তা জানালেন অভিষেক। টুইটারে তিনি লিখেছেন, ‘দশ বছর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যালকনিতে কনকনে ঠান্ডায় প্রেমের প্রস্তাব দিলাম। ও হ্যাঁ বললো। ’

এখন কন্যাসন্তান আরাধ্যকে নিয়ে ঐশ্বরিয়া-অভিষেকের সুখের সংসার। যার যার কাজেও ব্যস্ত তারা। অ্যাশকে সবশেষ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আর জুনিয়র বচ্চনকে দেখা গেছে ‘হাউসফুল থ্রি’ ছবিতে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।