ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তারার মেলায় সালমার এক সন্ধ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
তারার মেলায় সালমার এক সন্ধ্যা (বাঁ থেকে) নিপুন, মিম, সালমা, শফি মণ্ডল, ফেরদৌস ও রিয়াজ (ছবি: সংগৃহীত)

আহমেদ ইমতিয়াজ বুলবুল, পার্থ বড়ুয়া, ফেরদৌস, রিয়াজ, মিশা সওদাগর, নিপুন, মিম, সাইমন, শফি মণ্ডল- শোবিজ অঙ্গনের এমন তারকারা এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সালমাকে শুভেচ্ছা জানাতে। শিল্পী জীবনের এক দশক পার করেছেন সালমা। নিজের জন্মদিনে (১৫ জানুয়ারি) তাই সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন তিনি। 

চলচ্চিত্র, সংগীত, নাটকের পরিচিত মুখ ছাড়াও করপোরেট দুনিয়ার নামী দামি ব্যক্তিরা এসেছিলেন সালমার জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে। এদিন সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় হাসি-আনন্দে সময় কাটিয়েছেন তারা।

 

২০০৬ সালে ‘ক্লোজঅাপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ী সালমা। লোক ও আধুনিক গানে তিনি জয় করেছেন শ্রোতাদের মন।  

(বাঁ থেকে) সালমা, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শফি মণ্ডলসালমা বলেন, ‘নতুন করে শুরু করেছি পথচলা। গান ও গানের মানুষদের সঙ্গেই বাকিটা জীবন কাটাতে চাই। ভক্তদের নিয়মিত নতুন নতুন গান উপহার দেবো। ’

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।