ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২০ জানুয়ারি ‘তুখোড়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
২০ জানুয়ারি ‘তুখোড়’ 'তুখোড়’ ছবিতে রাতাশ্রী দত্ত ও শিবলী নওমান (ছবি: সংগৃহীত)

নায়ক, নায়িকা, পরিচালক- বড়পর্দায় ‘তুখোড়’ টিমের প্রায় সবাই নতুন। ইতিমধ্যে এ ছবির ট্রেলার ও গান বেরিয়েছে। এবার মুক্তির তারিখ চূড়ান্ত হলো। আগামী ২০ জানুয়ারি ঢাকাসহ দেশজুড়ে মুক্তি পাবে এটি।

ছোটপর্দার নির্মাতা মিজানুর রহমান লাবুর ‘তুখোড়’-এর মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। এর প্রধান নায়ক শিবলী নওমানেরও অভিষেক হচ্ছে বড়পর্দায়।

তার নায়িকা রাতাশ্রী দত্ত কলকাতার মেয়ে। তিনিও রূপালি পর্দায় নবাগতা।

‘তুখোড়’-এ আরও আছেন বাপ্পারাজ, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ থেকে পরিচিতি পাওয়া সামিহা, আলীরাজ, রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপু। ছবিটি প্রযোজনা করেছে পজিটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টস।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।