ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সূক্ষ্ম রসিকতার অনু্ষ্ঠান নিয়ে নাভীদ মাহবুব 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
সূক্ষ্ম রসিকতার অনু্ষ্ঠান নিয়ে নাভীদ মাহবুব  ‘মিস্টার টুইস্ট নাভীদ মাহবুব শা’-এর প্রিমিয়ার (ছবি: সংগৃহীত)

অনুষ্ঠানের নাম ‘মিস্টার টুইস্ট নাভীদ মাহবুব শা’। এটাকে বলা হচ্ছে সূক্ষ্ম রসিকতামূলক সাপ্তাহিক অনুষ্ঠান। এর উপস্থাপক নাভীদ মাহমুদ। প্রচার শুরু হচ্ছে এটিএন বাংলায়। 

১৭ জানুয়ারি থেকে এটিএন বাংলায় প্রথবারের মতো প্রচার হবে এই অনুষ্ঠান। এ উপলক্ষে সম্প্রতি চ্যানেলটির স্টুডিওতে প্রিমিয়ার শো ও এমওইউ স্বাক্ষরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খান, উপদেষ্টা (বিক্রয় ও বিপনন) এম শামসুল হুদা, মিস্টার টুইস্ট-এর প্রতিনিধি আশফাকুর রহমান প্রমুখ।  

অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়। সূক্ষ্ম রসিকতামূলক সাপ্তাহিক এ অনুষ্ঠানটি রচনা, প্রযোজনা ও উপস্থাপনায় প্রকৌশলী, লেখক ও কমেডিয়ান নাভীদ মাহবুব।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।