ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছাড়াছাড়ির গল্পে মোশাররফ-জুঁই দম্পতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ছাড়াছাড়ির গল্পে মোশাররফ-জুঁই দম্পতি ’দেয়ালহীন দরজা’ নাটকের দৃশ্যে জুঁই করিম ও মোশাররফ করিম

একঘেয়ে জীবন নিয়ে দু’জনই অতীষ্ট। ৫ বছর কেটেছে, বাকিটা জীবন একসঙ্গে থাকা যাবে তো! মাসুম স্ত্রী নিলুকে ডিভোর্স দিয়ে মুক্তি পেতে চায়। কিন্তু দেনমোহরের দশ লক্ষ টাকা পরিশোধ কীভাবে করবে?ডিভোর্সের চিন্তা বাদ দিয়ে নিরবে সহ্য করে যাচ্ছে। এদিকে নিলুও ডিভোর্স চায়। কিন্তু সে যাবে কোথায়? ভাইদের সংসারে গিয়ে থাকা সম্ভব নয়। 

মাসুমের গল্প শুনে এগিয়ে আসে এক বন্ধু। মাসুমকে তার অফিসে জয়েন করতে বলে।

বিনিময়ে এখনই তাকে দশ লক্ষ টাকা দিতে রাজি হয়। ওদিকে নিলুরও একটা এনজিওতে ভালো একটা চাকরি ঠিক হয়।  

দু’জন মনে মনে সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ঝগড়া আগের মতো তীব্র হয় না। ঝগড়ার সময় দু’জনই ভাবে ক’দিন পরতো ছাড়াছাড়ি হয়েই যাবে, ঝগড়া করে কী হবে!  এতে দু’জনের মধ্যে সরি বলার ও ভুল স্বীকার করার প্রবণতা তৈরি হয়। একটা সময় দু’জনই তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।  

মোশাররফ করিম ও জুঁই করিম দম্পতি অভিনীত নাটক ‘দেয়ালহীন দরজা’র গল্পটি এমন। সাজিন আহমেদ বাবুর রচনা ও শামস্ করিমের পরিচালনায় এটি ১৯ জানুয়ারি রাত ৮ টা ১০ মিনিটে প্রচার হবে আরটিভিতে। নাটকে আরও অভিনয় করেছেন সুজাত, শিমুল শুভেচ্ছা, জুয়েল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭ 
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।