ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাগুরা মাতালেন আইয়ুব বাচ্চু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
মাগুরা মাতালেন আইয়ুব বাচ্চু মাগুরা মাতালেন আইয়ুব বাচ্চু-ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা মাতিয়ে গেলেন দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু। ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাগুরা জেলা ছাত্রলীগের পুনর্মিলনী উপলক্ষে বৃহস্পতিবার  (১৯ জানুয়ারি) মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকাসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

রাত পৌনে ৮টার দিকে মঞ্চে ওঠেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু।

গিটারের জাদুকর বিভিন্ন ভঙ্গিতে একে একে ১৮টি জনপ্রিয় গান পরিবেশন করেন।

শীত উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত দর্শক আইয়ুব বাচ্চুর গিটারের মূর্ছনা আর গানের সঙ্গে নেচে, গেয়ে উল্লাস করেন।  

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।