ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুক্তধারার ২৭ বছর পূর্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
মুক্তধারার ২৭ বছর পূর্তি মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র-এর পরিবেশনা (ছবি: সংগৃহীত)

মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র পথচলার ২৭ বছর পার করেছে। শনিবার (২১ জানুয়ারি) এ উপলক্ষে উৎসব আয়োজন করেছে সংগঠনটি। 

এদিন বিকেল ৫টায় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  

মুক্তধারার সভাপতি আনিসা জামান চাঁপা জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেজীনা ওয়ালী লীনা, ড. শাহাদাৎ হোসেন নিপু, ফয়জুল আলম পাপ্পু, ইকবাল খোরশেদ, মাসকুর-এ-সাত্তার কল্লোল, মাহিদুল ইসলাম, মীর মাশরুর জামান রনি, আহসান তমাল, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, ঝর্ণা সরকার, তামান্না তিথি ও সুপ্রভা সেবতী, মুক্তধারার আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম, তামান্না সারোয়ার নীপা, মাহমুদা সিদ্দিকা সুমি, নাসিমা খান বকুল, ইকবাল আহমেদ, লুনা সিকদার, মহিউদ্দিন শামীম, আব্দুল্লাহ আল ফারুক টিটো, সাজ্জাদ হোসেন ও হিমেল প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।