ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দিতির শেষ ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
দিতির শেষ ছবি ‘যে গল্পে ভালোবাসা নেই’ ছবিতে সুমিত, দিতি ও তানহা (ছবি: সংগৃহীত)

‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘তুখোড়’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে শুক্রবার (২০ জানুয়ারি)। ছবি দুটির নায়ক-নায়িকা চলচ্চিত্রে নতুন। এর মধ্যে ‘যে গল্পে ভালোবাসা নেই’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। এটিই হতে যাচ্ছে তার শেষ ছবি।

রয়েল খান পরিচালিত এই ছবিতে নায়ক-নায়িকা হলেন সুমিত ও তানহা মৌমাছি। সারা দেশের ৪৮টি হলে ছবিটি মুক্তি পেয়েছে এটি।

ছবিটির সব শিল্পী ও কলাকুশলী এমন আনন্দের দিনে দিতিকে স্মৃতিচারণ করছেন। তারা জানান, দিতির কারণে ‘যে গল্পে ভালোবাসা নেই’ ছবিটি স্মরণীয় হয়ে থাকবে।  

ছবিটির পরিচালক রয়েল খান বলেন, ‘ছবিতে দুটি দাম্ভিক পরিবারের গল্প বলা হয়েছে। একটি চৌধুরী পরিবার, অন্যটি খান পরিবার। এর মধ্যে দিতি আপা ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। আজ তিনি নেই। ’

‘যে গল্পে ভালোবাসা নেই’ ছবিতে আরেক জোড়া নায়ক-নায়িকা রয়েছেন। তারা হলেন— ফিরোজ শাহী ও ইশারা। ছবিটির প্রযোজকও ফিরোজ।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।