ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টিভি অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটলেন রাজ্জাক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
টিভি অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটলেন রাজ্জাক ‘তারকাকথন’ অনুষ্ঠানে কেক কাটছেন রাজ্জাক (ছবি: সংগৃহীত)

দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৭৬তম জন্মদিন আজ ২৩ জানুয়ারি। এদিন দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ‘তারকাকথন’ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি।

এখানে আরও ছিলেন অভিনেতা ফারুক, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, অভিনেত্রী নিপুন, রাজ্জাকের কনিষ্ঠ পুত্র সম্রাট প্রমুখ। সবাই মিলে স্টুডিওতে কেক কেটে রাজ্জাকের জন্মদিন উদযাপন করেন।

(বাঁ থেকে) রাজ্জাক, ফারুক ও গাজী মাজহারুল আনোয়ার (ছবি: সংগৃহীত)। অনুষ্ঠানটি ঘণ্টাব্যাপি চ্যানেল আই সরাসরি স¤প্রচার করেছে। এর আগে এদিন সকালে রাজ্জাক চ্যানেল আই ভবনে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। নায়করাজের জন্মদিন উপলক্ষে সোমবার নানান অনুষ্ঠান প্রচার করেছে চ্যানেল আই।

রাজ্জাককে শুভেচ্ছা জানাচ্ছেন ফরিদুর রেজা সাগর (ছবি: সংগৃহীত)। দুপুর ১টা ০৫ মিনিটে ছিলো রাজ্জাক অভিনীত ছবির গানের অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’। বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচারিত হয় তার অভিনীত চলচ্চিত্র ‘পিতার আসন’। সন্ধ্যা ৬টায় প্রচার হবে রাজ্জাকের অংশগ্রহণে সাজানো হয় ‘আমার ছবি’র বিশেষ পর্ব।

আরও পড়ুন>>>
* শুভ জন্মদিন, নায়করাজ...

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।