ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকায় জ্যাজ ও ব্লুজ উৎসবে আসছেন তারা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ঢাকায় জ্যাজ ও ব্লুজ উৎসবে আসছেন তারা (ওপরে বাঁ থেকে) লুরি বেল, গ্যারি হাজব্যান্ড ও ওজ নয়; (নিচে বাঁ থেকে) ম্যালটেড মিল্ক, সৌলমেটের তৃপ্তি ও রঞ্জিত বারোত (ছবি: সংগৃহীত)

বিশ্বের বিভিন্ন দেশের প্রথিতযশা সংগীতশিল্পীরা জড়ো হচ্ছেন ঢাকায়। জ্যাজ ও ব্লুজ উৎসবে অংশ নিতে আসছেন তারা। ঢাকার খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের ইনফিনিটি রুফটপে আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি থাকছে এ আয়োজন। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।

আমেরিকা থেকে আসছেন লুরি বেলের শিকাগো ব্লুজ ব্যান্ড এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ইসরায়েলি সংগীতশিল্পী ওজ নয় ও তার দল। উৎসবে আমেরিকার কিংবদন্তি প্রয়াত জ্যাজ শিল্পী মাইলস ডেভিসের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে সুরে সুরে।

এর শিরোনাম ‘সেলিব্রেশন অব দ্য মিউজিক অব মাইলস ডেভিস’।

ফ্রান্স থেকে আসবে ফরাসি সংগীত দল ম্যালটেড মিল্ক। এ ছাড়া ইংল্যান্ডের গ্যারি হাজব্যান্ড, ডেনমার্কের জ্যাকব ডিনেসেন এবং ভারতের শিলংয়ের ব্লুজ রক ব্যান্ড সৌলমেট ও দীপক অ্যান্ড ফ্রেন্ডস আসবে। থাকবে আন্তর্জাতিক সংগীতশিল্পীদের নিয়ে ভারতের রঞ্জিত বারোতের পরিবেশনা, এর শিরোনাম ‘স্ল্যাং’। বাংলাদেশ থেকে সংগীত পরিবেশনায় অংশ নেবেন আরমীন মুসা।

উৎসবের আয়োজক ব্লুজ কমিউনিকেশনস জানিয়েছে, এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে বিশাল খায়েরের স্মৃতির উদ্দেশে। দর্শক-শ্রোতাদেরকে প্রতিদিনের আলাদা টিকেটের জন্য ১৯৫৫ আর তিন দিনের সম্মিলিত টিকেটের জন্য ৪৯৪৫ টাকা গুনতে হবে।

টিকেট পাওয়া যাবে লক্ষ্মৌ (বনানী), তাবাক (যমুনা ফিউচার পার্ক), বিস্ত্র-ই (গুলশান-২), সিলান্ট্রো (ধানমন্ডি) ও ক্যাফে মেমোরিতে (উত্তরা)। এ ছাড়া অনলাইনে যেতে চাও ডটকম ও টিকেট চাই ডটকম থেকেও কেনা যাবে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।