ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গানে গানে রোদ পোহানোর আবদার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
গানে গানে রোদ পোহানোর আবদার

গান লেখা, সুর বাঁধা, গাওয়া— ছেলেবেলা থেকে কাছের মানুষেরা এভাবেই চিনেছেন সারোয়ার শুভকে। কণ্ঠশিল্পী হিসেবে এরই মধ্যে প্রকাশ করেছেন একটি একক। এবার প্রকাশ হলো শুভর গাওয়া নতুন গানের ভিডিও।

‘চল নামি রোদ পোহাতে/ তোর মনে বারান্দাতে/ ঘোর প্রেমে ভিজিয়ে দে তুই/ তোর মনে আকাশটা ছুঁই/ শীতলাগা বুক ঘিরেছে অসুখ, বাঁধ ভাঙা উপমায়—’ ৭ ডিসেম্বর ‘চল নামি’ শিরোনামের এই সিঙ্গেলটি অনলাইনে ছাড়েন শুভ।

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে ভিডিওটি।

এতে মডেল হয়েছেন ফুয়াদ ও খান শুভ্রতা। নির্মাণ করেছেন সাইফুল হাফিজ খান। গানটি লিখেছেন ও সুর করেছেন সারোয়ার শুভ নিজেই। সংগীতায়োজনে অংকুর মাহমুদ।  

নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, ‘কিছু সুন্দর গান গাইতে চাই। দর্শক-শ্রোতার ভালোবাসা পেলে সংগীতে আমার পথচলা আরো সমৃদ্ধ হবে। ’ 

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।