ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়েবিচ্ছেদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়েবিচ্ছেদ! জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন (ছবি: সংগৃহীত)

হতবাক করার মতো খবর। ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চন এখন আলাদা থাকছেন। বলিউডের এই দম্পতির বিয়েবিচ্ছেদও নাকি হয়ে গেছে। 

এক বিশেষ সাক্ষাৎকারে বিগ বি ও জয়ার বৈবাহিক জীবন সম্পর্কিত বিস্ফোরক খবরটি ফাঁস করেছেন সমাজবাদী পার্টির নেতা অমর সিং। বচ্চন পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা কে না জানে।

তিনি এমন খবর দেওয়ায় নড়েচড়ে উঠেছে বলিউড।  

অমর সিং জানিয়েছেন, অমিতাভ ও জয়ার বিয়েবিচ্ছেদ হয়ে গেছে। তারা এখন আর একই ছাদের নিচে থাকছেন না। তবে তাদের দাম্পত্য জীবনে সৃষ্ট জটিলতার পেছনে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন তিনি।  

অমর সিংয়ের দাবি, জয়া বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে দূরত্ব তৈরির পেছনে তার হাত নেই। তিনি বলেন, ‘মানুষ পারলে ভারতের সব সমস্যার জন্য আমাকেই দায়ী করে। আম্বানিদের ছাড়াছাড়ির সময়ও আমার দিকে আঙুল তোলা হয়েছিলো। অথচ আমি কিছুই করিনি। বচ্চনদের বিচ্ছেদের বেলায়ও একই অভিযোগ শুনছি। কিন্তু অমিতাভ বচ্চনের সঙ্গে পরিচয়ের আগে থেকেই তিনি ও জয়া বচ্চন আলাদা থাকেন। একজন প্রতীক্ষায়, অন্যজন থাকেন জনক বাংলাতে। ঐশ্বরিয়া রাই বচ্চন ও জয়ার মধ্যে ঝামেলা চলছে বলে ধারণা অনেকের। এজন্যও আমি দায়ী নই। ’

বহু বছর বচ্চনদের পারিবারিক বন্ধু ছিলেন অমর সিং। কিন্তু সেই সম্পর্কের অবসান ঘটেছে। তবুও তিনি সত্যি বলছেন নাকি জেদের বশে কিংবা অন্য কোনো উদ্দেশে এসব রটাচ্ছেন তা সময়ই বলবে। বিগ বি অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি এ বিষয়ে।

এদিকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল থেকে ফেসবুকে অমিতাভের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি সুস্থ আছেন বলে বলিউডভিত্তিক ওয়েবসাইটগুলো নিশ্চিত করেছে।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।