ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভক্ত-দর্শকদের কাছে ক্ষমা চাই: অপু বিশ্বাস

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ভক্ত-দর্শকদের কাছে ক্ষমা চাই: অপু বিশ্বাস অপু বিশ্বাস, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস কাজে ফিরছেন। অচিরেই দর্শকের সামনে আসছেন তিনি। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটায় ফেসবুক মেসেঞ্জারে বাংলানিউজের সঙ্গে কথা হলো তার। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে কোথায় আছি আর কেমন আছি সেসব বলতে চাই না। তবে এটা ঠিক, আগামী কয়েকদিনের মধ্যে সবার সামনে ফিরবো।’

কেমন আছেন? এ প্রশ্নের উত্তরে অপু হাসতে হাসতে বলেন, ‘আমি ভালো আছি। আমার প্রতি আপনাদের (সংবাদমাধ্যম) আগ্রহ, খবর প্রকাশ করা, ভক্তদের প্রতিক্রিয়া— সবই উপভোগ করছি।

আড়ালে না গেলে এতো ভালোবাসা হয়তো টের পেতাম না। আমি সবার কাছে কৃতজ্ঞ। ’

হঠাৎ আড়াল হয়ে যাওয়া প্রসঙ্গে অপু বললেন, ‘আমি শুধু অভিনয়শিল্পী নই। আমি একজন মানুষও। কাজ করতে করতে মনে হয়েছিলো একটু বিরতি দরকার। তাই দূরে ছিলাম, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। অামার এই ব্যক্তিস্বাধীনতার জন্য ভক্ত-দর্শকদের কাছে ক্ষমা চাইছি। ’ 
   
অপু বিশ্বাস আরও জানান, কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন করে আত্মপ্রকাশ করবেন তিনি। এর আগে তেমন কিছু জানাতে চান না। তার ভাষায়, ‘ধীরে ধীরে সব আপডেট দেবো। ফেসবুক লাইভেও আসবো। আগের মতোই সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। ’

২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন অপু বিশ্বাস। এরপর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’-এ প্রধান নায়িকার অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। এটি ব্যবসায়িকভাবে সফল হয়।

এরপর ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’ প্রভৃতি সুপারহিট ছবিতে অভিনয় করেন অপু। কিছুদিন আগে কয়েকটি ছবির কাজ শেষ না করেই উধাও হয়ে যান তিনি। তার ফিরে আসার প্রহর গুনছে ঢালিউড।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।