ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মহাকবির চরিত্রে অনন্ত হিরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
মহাকবির চরিত্রে অনন্ত হিরা ‘দাঁড়াও....জন্ম যদি তব বঙ্গে’ নাটকের দৃশ্যে অনন্ত হিরা (ছবি: সংগৃহীত)

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এ দিনে (২৫ জানুয়ারি) জানা গেলো নতুন খবর। মহাকবির চরিত্রে অভিনয় করছেন অনন্ত হিরা। প্রাঙ্গণেমোরের নতুন নাটক ‘দাঁড়াও....জন্ম যদি তব বঙ্গে’তে মধুসূদন হয়ে আসছেন তিনি।

জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। অপূর্ব কুমার কুণ্ডুর লেখা নাটকটির নির্দেশনাও দিয়েছেন অনন্ত হিরা।

প্রাঙ্গণেমোর সূত্রে জানা যায়, মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে জীবনীভিত্তিক নাটকটি মঞ্চায়নের সিদ্ধান্ত নিয়েছেন তারা।  

‘দাঁড়াও....জন্ম যদি তব বঙ্গে’তে অভিনয় আরো অভিনয় করছেন রামিজ রাজু, শুভেচ্ছা রহমান ও আল আভী জাহান। মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, সংগীত পরিচালনা করেছেন রামিজ রাজু ও আলোক পরিকল্পনায় আছেন সুজন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।