ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জন্মদিনে অর্ণবকে নতুন উপাধি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
জন্মদিনে অর্ণবকে নতুন উপাধি অর্ণব, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ ব্যান্ডের দুই সদস্য পান্থ কানাই ও অর্ণব। গানে গানে তাদের বন্ধুত্ব। হাসি-তামাশা-খুনসুঁটি কিংবা গুরুগম্ভীর গান বাঁধা— সবই একসঙ্গে করেন তারা।

শুক্রবার (২৭ জানুয়ারি) ব্যতিক্রমী সংগীতশিল্পী অর্ণবের জন্মদিন। বিশেষ এই দিন ঘিরে অর্ণবকে নতুন ও মজার উপাধিতে ভূষিত করলেন শিল্পী পান্থ কানাই।

কী সেই উপাধি?

পান্থ কানাই ও অর্ণব (ছবি: সংগৃহীত)গায়ক ও ড্রামবাদক পান্থ কানাইয়ের দৃষ্টিতে অর্ণব একজন ‘মশককণ্ঠী’ শিল্পী। তাইতো ফেসবুকে বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন এভাবে— ‘মশক কণ্ঠী অর্ণব, শুভ জন্মদিন। অনেক অনেক আশীৰ্বাদ আর শুভেচ্ছা রইলো। পার্টি হবেনা ? সন্ধ্যায় আসবো। ’

অর্ণব ও তার দল নিয়মিত গান করছেন মঞ্চে। সেই তুলনায় নতুন গানে নেই জনপ্রিয় এই গায়ক। সবশেষ ‘অায়নাবাজি’ ছবিতে নতুন গান উপহার দেন অর্ণব। ‘এই শহর আমার’ শিরোনামের গানটি প্রশংসা পাচ্ছে।  

* অর্ণবের গাওয়া ‘এই শহর আমার’: 

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।