ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘তোমারই প্রেমে’ অরিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
‘তোমারই প্রেমে’ অরিন

‘এর বেশি ভালোবাসা যায় না’— শফিক তুহিনের সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছিলেন কণ্ঠশিল্পী অরিন। এরপর আরও অনেক গানে পাওয়া গেছে তাকে। এবার অরিনের গানে তৈরি হয়েছে গল্পনির্ভর মিউজিক ভিডিও।এতে তার সহশিল্পী কাশফি। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে ‘তোমারই প্রেমে’ শিরোনামের গানটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন রাফি।

ভিডিওটি তৈরি করেছেন সৈকত রেজা। মডেল হয়েছেন সুস্মিতা টুশি ও জিপো। প্রকাশ করেছে সিএমভি।  

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে অরিন বাংলানিউজকে জানান, এখন স্বামী-সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার সন্তান ফারিশতার বয়স ১৩ মাস। দীর্ঘদিন ধরে গান গাইলেও নিজের একক অ্যালবামই করেননি অরিন। এবার ধীরে ধীরে সেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।  

‘তোমারই প্রেমে’ গান প্রসঙ্গে অরিন বলেন,  ‘গানটি বেশ ভালো হয়েছে। অনেকদিন পর আমার গানের সুন্দর মিউজিক ভিডিও প্রকাশ পেলো। গল্পনির্ভর ভিডিওটি সবার মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস। ’

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।