ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আনারকলি’ নামে আমি কোনো ছবি করছি না: তাহসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
‘আনারকলি’ নামে আমি কোনো ছবি করছি না: তাহসান তাহসান খান, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

“আনারকলি নামে আমি কোনো ছবি করছি না। শিহাব শাহীন আমার খুব পছন্দের পরিচালক। তার সঙ্গে নাটকে বেশ ভালো কাজ করেছি। একটি চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। এর অর্থ এই নয় যে, আমি অভিনয় করছি’- শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে এমনটাই বলেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। 

তিনি আরও বলেন, “প্রথমত গল্পটি আমার পছন্দ হয়নি, তারপর ‘আনারকলি’ নামটিও নয়। আমি বলেছি গল্প পছন্দ হলে ভেবে দেখবো।

এ অবস্থায় খবর প্রকাশ হওয়ায় আমি অবাক হয়েছি। আমরা সবাই চলচ্চিত্রের ভালো চাই। কিন্তু একটি কাজ শুরু হওয়ার আগেই এরকম খবর প্রত্যাশিত নয়। ”

তাহসান ও জাকিয়া বারী মমকে জুটি করে শিহাব শাহীন তার দ্বিতীয় ছবি ‘আনারকলি’ নির্মাণ করছেন- এমন খবর একাধিক গণমাধ্যমে প্রকাশ হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তাহসান। গল্প ও নাম পছন্দ হলেই চলচ্চিত্রে অভিনয়ে রাজি হবেন হালের ক্রেজ তাহসান।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।