ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘এলিফ্যান্ট ম্যান’ অথবা জন হার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
‘এলিফ্যান্ট ম্যান’ অথবা জন হার্ট জন হার্ট (ছবি: সংগৃহীত)

১৯৮০ সালে মুক্তি পাওয়া ছবি ‘দ্য এলিফ্যান্ট ম্যান’। এই ছবিতে জন মেরিক চরিত্রে জন হার্টের অভিনয়ের কথা ভুলবেন না কেউ। অনেকে বলে থাকেন জন মেরিক চরিত্রটি উৎরেছে কড়া মেকআপ আর ভারী কস্টিউম ব্যবহারের জন্য। আসলে কী তাই!

সত্যি বলতে, চতুর অঙ্গভঙ্গি আর বুদ্ধিদীপ্ত কথার ভাঁজে চরিত্রকে অনবদ্য করে তুলেছেন জন হার্ট। এতো ভারি কস্টিউম নিয়ে অভিনয় করাটাও ছিলো বেশ কষ্টকর।

কথাগুলোও যাচ্ছিলো কিছুটা জড়িয়ে। ‘দ্য এলিফ্যান্ট ম্যান’ সিনেমায় দুর্দান্ত এক চরিত্রের জন্ম হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই।

জীবদ্দশায় শতাধিক চলচ্চিত্র ও বিভিন্ন টিভি সিরিজ এবং মঞ্চে অভিনয় করেন জন। তার বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে আরো আছে ‘হেলবয়’, ‘এলিয়েন’, ‘ডক্টর হু’ প্রভৃতি। ‘হ্যারি পটার’ সিরিজের ছবির চরিত্র মি. ওলাইভেন্ডার চরিত্রেও তিনি ছিলেন অনবদ্য।  

১৯৪০ সালে ২২ জানুয়ারি ডার্বিশায়ারের চেস্টারফিল্ডে জন্মগ্রহণকারী এই শিল্পী ছয় দশক ধরে অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন। অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু পাননি। পেয়েছেন বাফটা অ্যাওয়ার্ড। শুক্রবার (২৭ জানুয়ারি) ৭৭ বছর বয়সে জনের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।