ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘প্রাণের খেলা’য় বুলবুল ইসলাম ও আনন্দময়ী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
‘প্রাণের খেলা’য় বুলবুল ইসলাম ও আনন্দময়ী বুলবুল ইসলাম ও আনন্দময়ী মজুমদার (ছবি: সংগৃহীত)

বাংলা নাগরিক গানের অগ্রপথিক রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের অন্তরতম অনুভুতি গানে চমৎকারভাবে প্রকাশ করেছেন তিনি। তার গান নিয়েই বেঙ্গল ফাউন্ডেশন এবার সাজিয়েছে তাদের নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’।  

আগামী ৩১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় এ আয়োজনে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন বুলবুল ইসলাম ও আনন্দময়ী মজুমদার। তাদের কণ্ঠে রবীন্দ্রনাথের গান উপভোগ করা যাবে ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে।

বেঙ্গল ফাউন্ডেশনের সংগীত বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক জাহিদুল হক জানান, ‘প্রাণের খেলা’ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ঠিকানা: ছায়ানট মিলনায়তন, বাড়ি ৭২, সড়ক ১৫এ, ধানমন্ডি আ/এ, ঢাকা।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।