ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার চট্টগ্রাম মাতাবেন জেমস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আবার চট্টগ্রাম মাতাবেন জেমস জেমস-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রায় মাসখানেক আগে চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে সংগীত পরিবেশন করে এসেছেন নগরবাউল জেমস। একই স্থানে আবার দর্শক-শ্রোতাদের উল্লাসে মাতাতে যাচ্ছেন আন্তর্জাতিক এই রকতারকা।

আগামী ২ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘উইন্টার ফেস্ট’ শীর্ষক কনসার্ট। এর আয়োজন করেছে আন্তর্জাতিক মানের লাইফস্টাইল শপ এসএ ওয়ার্ল্ড।

কনসার্টে জেমস ছাড়াও গাইবেন মিলা, মেহরাব, ঐশী ও ‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া নবীন শিল্পীরা। থাকছে ফ্যাশন শো।

এসএ টিভির সিওও সৈয়দ সালাহউদ্দিন জাকী জানান, বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি দেখাবে তাদের চ্যানেলটি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।